রোনালদোকে ইব্রাহিমোভিচের ‘খোঁচা’

করোনাভাইরাস পরিস্থিতি আবার অবনতির দিকে যাচ্ছে, এমন সময়ে সবাইকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। একই সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোকে পরোক্ষভাবে ‘খোঁচা’ দিয়েছেন এসি মিলানের এই সুইডিশ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 05:27 PM
Updated : 29 Oct 2020, 05:27 PM

সপ্তাহ দুয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হন রোনালদো। সেরে না ওঠায় বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারেননি তিনি। সবশেষ পরীক্ষায়ও পজিটিভ আসার পর হতাশা থেকে করোনাভাইরাস পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউভেন্তুসের এই পর্তুগিজ ফরোয়ার্ড।

ইনস্টাগ্রামে বৃহস্পতিবার নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই ইব্রাহিমোভিচ বললেন, সবারই কোভিড-১৯ সংক্রান্ত নিয়ম মেনে চলা উচিত।

“ভাইরাসটি আমাকে চ্যালেঞ্জ করেছিল এবং আমি জয়ী হয়েছি। তবে তুমি জ্লাতান নও, ভাইরাসকে চ্যালেঞ্জ করো না। মাথা খাটাও, নিয়মকে সম্মান করো, আমরা জিতব!”

গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ইব্রাহিমোভিচ। সেরে ওঠে পরে মাঠে ফেরেন তিনি।