অনুশীলনে সবাইকে মনোযোগী দেখছেন তপু
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2020 06:05 PM BdST Updated: 28 Oct 2020 06:05 PM BdST
ক্লাবের অনুশীলন থেকে জাতীয় দলের ক্যাম্পে এসে প্রথম অনুশীলনে নামলেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। লম্বা বিরতির পর মাঠে ফিরতে সতীর্থদের উন্মুখ হয়ে থাকাটা মনে ধরেছে তপু বর্মনের। জাতীয় দলের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার জানালেন, অনুশীলনে সবাইকে খুবই মনোযোগী দেখছেন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পঞ্চম দিনের অনুশীলন সারল দল। অবশ্য ক্যাম্পে দেরিতে যোগ দেওয়া বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এদিন প্রথমবারের মতো অনুশীলন করলেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে খেলাধুলা বন্ধ রয়েছে। ২০২২ বিশ্বকাপের বাছাই পুনরায় শুরু হওয়ার কথা থাকায় গত অগাস্টে ক্যাম্প শুরু হয়েছিল জাতীয় দলের। বাছাই পিছিয়ে যাওয়ায় কদিন পরই ক্যাম্প বন্ধ হয়ে যায়।
প্রাথমিক দলে ঠাঁই পাওয়া ৩৬ জনের মধ্যে একমাত্র বসুন্ধরা কিংসের খেলোয়াড়রাই ক্লাবের ক্যাম্পে অনুশীলনের মধ্যে ছিলেন। জাতীয় দলের ক্যাম্পে প্রথম দিনের অনুশীলন সেরে নেপাল ম্যাচ নিয়ে লক্ষ্যের কথা জানালেন তপু।

“ফিটনেস লেভেল দেখে যদি চিন্তা করি, আমরা যারা বসুন্ধরায় ছিলাম, আমাদের তা ধরে রাখতে হবে। আমরা ৮ সপ্তাহের অনুশীলন করেছি, যা নেপালের বিপক্ষে খেলার আগে কাজে লাগবে। অনেক দিন পর খেলা, নিজেদের মাঠে। ভালো পারফরম্যান্স করে দেখাতে চাই। তিন পয়েন্ট নিতে চাই। এখানে সবাই মনোযোগী।”
বসুন্ধরা কিংসের উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিমও জানালেন নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্য তাদের।
“আমরা তো খেলোয়াড়। মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। বিশেষ করে জাতীয় দলের ক্যাম্পে। করোনাভাইরাসের সময়ে কোচ যেভাবে বলেছে, সেভাবেই ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছি। আমরা নেপালের বিপক্ষে দুটি ম্যাচই জিততে চাই।”
চোট কাটিয়ে ওঠা মাশুক মিয়া জনি ও মতিন মিয়া ছাড়া প্রাথমিক দলে জায়গা পাওয়া কিংসের ১৪ জনের ১২ জন ক্যাম্পে যোগ দিয়েছেন। এদের মধ্যে ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান বিদেশ থেকে ফেরায় আপাতত কোয়ারেন্টিনে আছেন বলে যোগ দেননি অনুশীলনে।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত