ফাবিনিয়োকেও হারাল লিভারপুল

সেন্টার-ব্যাক ভার্জিল ফন ডাইক চোটে পড়ার পর তার জায়গায় খেলছিলেন মিডফিল্ডার ফাবিনিয়ো। হ্যামস্ট্রিংয়ের চোটে এবার তাকেও হারাল লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 09:14 AM
Updated : 28 Oct 2020, 09:14 AM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপের ম্যাচে অ্যানফিল্ডে মঙ্গলবার ডেনমার্কের দল মিতউইলানকে ২-০ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৩০তম মিনিটে পায়ের পেশিতে চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফুটবলার ফাবিনিয়ো।

গত ১৭ অক্টোবর প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ২-২ ড্র ম্যাচে মারাত্মক হাঁটুর চোটে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে যান ডাচ ডিফেন্ডার ফন ডাইক। এরপর থেকে তার জায়গায় ফাবিনিয়োকে খেলাচ্ছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ।

ফাবিনিয়োর চোট কতটা গুরুতর তা পরীক্ষার পর জানা যাবে বলে ম্যাচ শেষে জানান ক্লপ। 

“আমি জানি, সে পেশিতে সমস্যা অনুভব করছিল এবং এটা ভালো লক্ষণ নয়। সে বলছিল খেলা চালিয়ে যেতে পারবে কিন্তু দৌড়াতে পারবে না, যা কোনো কাজের নয়।”

আরেক সেন্টার-ব্যাক জোয়েল মাতিপও চোটে থাকায় ফাবিয়ানোর বদলি হিসেবে এদিন ১৯ বছর বয়সী রিস উইলিয়ামসকে নামান কোচ।

ফাবিনিয়োর চোট ধাক্কা হয়ে এসেছে ব্রাজিলের জন্যও। আগামী মাসের মাঝামাঝি সময়ে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এজন্য কোচ তিতের ঘোষিত দলে আছেন ফাবিনিয়ো।