ফেডারেশন কাপ তায়কোয়ান্দোতে সেরা আনসার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ফেডারেশন কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতার দুই বিভাগেই সেরা হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 04:44 PM
Updated : 23 Oct 2020, 04:44 PM

করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাবে ‘মুজিববর্ষ ফেডারেশন কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতা-২০২০’ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনসার ও ভিডিপি পুরুষ ও মহিলা পুমসে বিভাগে মোট ৮টি করেন সোনা ও রুপা এবং ২টি ব্রোঞ্জ মিলিয়ে ১৮টি পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে।

৩টি সোনা, ৪টি রুপা ও ৫টি ব্রোঞ্জ মিলিয়ে ১২টি পদক নিয়ে রানার্সআপ হয়েছে বিজেএমসি।

বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, বিজেএমসিসহ সারা দেশের মোট ১০টি সংস্থার প্রায় ১৫০জন প্রতিযোগী ফেডারেশন কাপ তায়কোয়ান্দোর পুমসে ইভেন্টে অংশ নেন।