ফাতির কাছে ক্ষমা চাইলেন সাংবাদিক

চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলের জয়ে দারুণ অবদান রাখা আনসু ফাতিকে ‘রাস্তার কালো হকার’ এর সঙ্গে তুলনা করার পর ক্ষমা চেয়েছেন এক স্প্যানিশ সাংবাদিক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 01:00 PM
Updated : 22 Oct 2020, 01:00 PM

কাম্প নউয়ে মঙ্গলবারের ম্যাচে একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করা ১৭ বছর বয়সী ফাতি এই ঘটনায় পাশে পেয়েছেন সতীর্থ অঁতোয়ান গ্রিজমানকে।

এই টুইটে ফাতিকে ব্যতিক্রমী উল্লেখ করে বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানান কাতালান দলটির ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান।

“আনসু একজন ব্যতিক্রমী ছেলে যে সব মানুষের মতোই সম্মানের দাবি রাখে। বর্ণবাদকে ‘না’, অভদ্রতাকে ‘না’।”

আগেই চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়া ফাতি এদিন গড়েন প্রথম খেলোয়াড় হিসেবে বয়স ১৮ হওয়ার আগেই প্রতিযোগিতায় দুই গোল করার অনন্য কীর্তি।

স্প্যানিশ পত্রিকা এবিসি’র ম্যাচ রিপোর্টে স্প্যানিশ উইঙ্গারকে নিয়ে লিখেছে, সে একজন ‘রাস্তার কালো হকার’, এবং যখন পুলিশ হাজির হয়, ‘আপনি তাদের হঠাৎ দৌড়াতে দেখবেন।’

একই পত্রিকায় বৃহস্পতিবার ক্ষমা চেয়ে ওই সাংবাদিক বলেন, তিনি ফাতির সুন্দর খেলার প্রশংসা করতে চেয়েছিলেন। ভুল বোঝাবুঝির কারণে তিনি গভীরভাবে দুঃখ প্রকাশ করেন।