কখনও ভাবিনি রোনালদোকে কোচিং করাব: পিরলো

ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে মুগ্ধতার যেন শেষ নেই ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলোর। পর্তুগিজ ফরোয়ার্ডকে একদিন কোচিং করাবেন, কখনও কল্পনা করেননি ইতালির বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 01:05 PM
Updated : 19 Oct 2020, 01:05 PM

গত অগাস্টের শুরুতে মাওরিসিও সাররিকে বরখাস্ত করার পর ক্লাবের সাবেক ফুটবলার পিরলোকে কোচ হিসেবে নিয়োগ দেয় ইউভেন্তুস। এর আগে যুব বা সিনিয়র, কোনো পর্যায়েই কোচিংয়ের অভিজ্ঞতা ছিল না ৪১ বছর বয়সী পিরলোর।

কোচিং ক্যারিয়ারের শুরুতেই তিনি দলে পেয়েছেন সবসময়ের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত রোনালদোকে। যিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পাঁচবার, ঘরোয়া লিগ জিতেছেন ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে, পাঁচবার পেয়েছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

সম্প্রতি উয়েফার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান পিরলো।

“আমি কখনোই এটি (রোনালদোকে কোচিং করানোর কথা) কল্পনা করতে পারিনি। তবে দুর্দান্ত একজন ফুটবলারকে পেয়ে এবং তাকে অনুশীলন করতে ও খেলতে দেখে আমি খুশি। আমার ও পুরো দলের জন্য এটি বড় আনন্দের বিষয়।”

“ফুটবলের প্রতি একইরকম আবেগ এবং প্রতিদিন নিজেকে উজাড় করে দেওয়ার আকাঙ্ক্ষায় ৩৫ বছর বয়সেও সে একজন তরুণের মতো পরিশ্রম করে। সে সবার জন্য উদাহরণ।”