করোনাভাইরাসে আক্রান্ত লিভারপুলের শাচিরি

এক সপ্তাহের মধ্যে লিভারপুলের তিন জন ফুটবলারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। থিয়াগো আলকান্তারা, সাদিও মানের পর এবার কোভিড-১৯ পজিটিভ এসেছে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড জেরদান শাচিরির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 12:00 PM
Updated : 6 Oct 2020, 12:00 PM

এক বিবৃতি দিয়ে সুইস ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার জানায়, ২৮ বছর বয়সী এই ফুটবলার সেলফ-আইসোলেশনে আছেন।

জাতীয় দলের সঙ্গে যোগ দিতে গত সোমবার লিভারপুল ছেড়ে যান শাচিরি। আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর নেশন্স লিগে রোববার স্পেনের বিপক্ষে ও এর দুই দিন পর জার্মানির বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড। এসব ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

লিভারপুলের প্রথম করোনাভাইরাস পজিটিভ খেলোয়াড় হন বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে যোগ দেওয়া থিয়াগো আলকান্তারা। গত মঙ্গলবার এই স্প্যানিশ মিডফিল্ডারের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। এর তিন দিন পর ফরোয়ার্ড মানের এই রোগে আক্রান্ত হওয়ার খবর আসে। তারাও আছেন সেলফ আইসোলেশনে।