শেষ আটে নাদাল

যুক্তরাষ্ট্রের সেবাস্টিয়ান কোর্ডাকে সরাসরি সেটে হারিয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন প্রতিযোগিতাটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 01:18 PM
Updated : 4 Oct 2020, 02:59 PM

প্যারিসের রোলাঁ গারোঁয় রোববার ৬-১, ৬-১, ৬-২ গেমে জেতেন ৩৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। আসরে এখনও কোনো সেট হারেননি র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই তারকা।

পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্যে থাকা নাদাল শেষ আটে লড়বেন ইতালির ১৯ বছরের তরুণ জানিক সিনারের বিপক্ষে।

ইউএস ওপেনের ফাইনালে খেলা জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে এদিন ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে ২০০৫ সালে নাদালের পর অভিষেকেই কোয়ার্টার-ফাইনালে ওঠেন সিনার।

একই দিন পোল্যান্ডের ইগা শিয়াওতেকের কাছে ৬-১, ৬-২ গেমে হেরে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন নারী এককের শীর্ষ বাছাই ও ২০১৮ আসরের চ্যাম্পিয়ন সিমোনা হালেপ।