অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন জোকোভিচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2020 01:36 AM BdST Updated: 04 Oct 2020 01:36 AM BdST
আরও একবার আগ্রাসী পারফরম্যান্সে নিজেকে মেলে ধরলেন নোভাক জোকোভিচ। দানিয়েল এলাহি গালানকে উড়িয়ে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।
প্যারিসের রোলাঁ গারোঁয় শনিবার কলম্বিয়ার গালানকে ৬-০, ৬-৩, ৬-২ গেমে হারান ১৭ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ। আসরে এখনও কোনো সেট হারেননি এই সার্বিয়ান তারকা।
এই নিয়ে টানা ১১ বার ফরাসি ওপেনের শেষ ষোলোয় উঠলেন ৩৩ বছর বয়সী জোকোভিচ। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫তম বাছাই রাশিয়ার কারেন কাচানোভের মুখোমুখি হবেন তিনি।
চলতি বছর এখনও কোনো ম্যাচে হারেননি জোকোভিচ। ২০১৬ সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা এই তারকা গত ইউএস ওপেনে শেষ ষোলোর ম্যাচে দুর্ঘটনাক্রমে লাইন জাজকে বল দিয়ে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন।
শেষ ষোলোয় কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারেন জোকোভিচ। দুই বছর আগে প্যারিস মাস্টার্সের ফাইনালে তাকে হারিয়েছিলেন কাচানোভ। তৃতীয় রাউন্ডে চিলির ক্রিস্তিয়ান গারিনকে ৬-২, ৩-৬, ৬-৪, ৬-২ গেমে হারান তিনি।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি