হাঁটুর চোটে মাঠের বাইরে কারভাহাল

রিয়াল মাদ্রিদে চোট সমস্যা বেড়েই চলেছে। হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ডিফেন্ডার দানি কারভাহাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 02:09 PM
Updated : 2 Oct 2020, 02:09 PM

পরীক্ষার পর শুক্রবার তার ডান হাঁটুর লিগামেন্টের চোটের কথা জানায় লা লিগা চ্যাম্পিয়নরা। তবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ২৮ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারকে। সেক্ষেত্রে আগামী ২৫ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোসহ লিগে নিজেদের পরের সাত ম্যাচে তাকে পাবেন না রিয়াল কোচ জিনেদিন জিদান। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অন্তত প্রথম চার ম্যাচে খেলতে পারবেন না তিনি।

চোটের কারণে আগে থেকেই দলের বাইরে রয়েছেন রিয়ালের এদেন আজার, টনি ক্রুস, এদের মিলিতাও, মারিয়ানো দিয়াস।

স্বাভাবিকভাবেই এ মাসে জাতীয় দলের হয়ে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ড ও ইউক্রেনের বিপক্ষে খেলা হবে না কারভাহালের।