চোট পেয়ে সরে দাঁড়ালেন সেরেনা

টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা আরও বাড়ল সেরেনা উইলিয়ামসের। অ্যাকিলিস চোটের কারণে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িছেন আসরের তিনবারের এই চ্যাম্পিয়ন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 12:01 PM
Updated : 30 Sept 2020, 03:17 PM

প্যারিসের রোলাঁ গারোঁয় বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুলগেরিয়ার সভেতানা পিরোনকোভার মুখোমুখি হওয়ার ঠিক আগে সংবাদ সম্মেলনে সরে দাঁড়ানোর কথা জানান যুক্তরাষ্ট্রের ৩৯ বছর বয়সী এই তারকা।

“আমার মনে হয়, চার থেকে ছয় সপ্তাহ আমার বসে থাকতে হবে। কিছুই করা যাবে না। হাঁটতেই কষ্ট হচ্ছে।”

“অ্যাকিলিস চোট নিয়ে খেলা সম্ভব না। আমার মনে হয় এটা অন্যতম বাজে একটা চোট…আমি পুরোপুরি সেরে উঠতে চাই।”

উইলিয়ামস অ্যাকিলিস সমস্যায় পড়েছিলেন চলতি মাসেই ইউএস ওপেনের সেমি-ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে।

স্বদেশি ক্রিস্টি আনকে হারিয়ে এবারের ফরাসি ওপেনে যাত্রা শুরু করেছিলেন ২০০২, ২০১৩ ও ২০১৫ আসরের চ্যাম্পিয়ন সেরেনা।