জিরোনার বিপক্ষেও নেই সুয়ারেস

প্রাক মৌসুম প্রস্তুতিপর্বের দ্বিতীয় ম্যাচে জিরোনার বিপক্ষেও লুইস সুয়ারেসকে স্কোয়াডে রাখেননি বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। এতে কাতালুনিয়ার ক্লাবটিতে উরুগুয়ের এই স্ট্রাইকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা যেন আরও বেড়ে গেল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 12:51 PM
Updated : 16 Sept 2020, 12:51 PM

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাত ১১টায় প্রীতি ম্যাচে জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা।

দলটির নতুন কোচের পরিকল্পনায় নেই সুয়ারেস। তার সম্ভাব্য ভবিষ্যৎ ঠিকানা হিসেবে গণমাধ্যমে ঘুরেফিরে আসছে ইউভেন্তুসের নাম। এমনকি আতলেতিকো মাদ্রিদের নামও শোনা যাচ্ছে। সম্প্রতি কুমানের একটি মন্তব্যও সুয়ারেসের ক্লাব ছাড়ার সম্ভাবনার পালে হাওয়া দিয়েছে। অলিম্পিক লিওঁর অধিনায়ক মেমফিস ডিপাইকে কেনার সম্ভাবনার ব্যাপারে ফক্স স্পোর্টস নেদারল্যান্ডসকে তিনি জানান, এই ডাচ ফরোয়ার্ডকে কেনার আগে খেলোয়াড় বিক্রি করতে হবে বার্সেলোনাকে।

গত শনিবার জিমনাস্তিকের বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলে জেতা প্রীতি ম্যাচের স্কোয়াডেও ছিলেন না সুয়ারেস।

নতুন মৌসুম শুরুর আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সেলোনা, আগামী শনিবার জুয়ান গাম্পের ট্রফিতে তাদের প্রতিপক্ষ এলচে। আর আগামী ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার ২০২০-২১ আসর শুরু করবে তারা।