আবারও সবচেয়ে বেশি আয় করা ফুটবলার মেসি

ফোর্বস সাময়িকীর করা এ বছরেরও সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে আছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 09:34 AM
Updated : 15 Sept 2020, 09:34 AM

যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্যের সাময়িকীটির সোমবার প্রকাশিত তালিকায় ২০২০ সালে আয়ের হিসেবে ১২ কোটি ৬০ লাখ ডলার নিয়ে সবার ওপরে আছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসি।

১১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে তারপরেই আছেন ইউভেন্তুসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। তিন নম্বরে থাকা পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের আয় ৯ কোটি ৬০ লাখ ডলার।

২০১৯ সালেও সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় এই তিন জন ছিলেন একই ক্রমে। এক লাফে তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন কিলিয়ান এমবাপে। পিএসজির ফরাসি ফরোয়ার্ডের আয় ৪ কোটি ২০ লাখ ডলার।

সেরা দশে লা লিগা ও প্রিমিয়ার লিগ থেকে আছেন তিন জন করে খেলোয়াড়। লিগ ওয়ানের দুই জন, বুন্ডেসলিগা ও সেরি আ থেকে আছেন একজন করে।

সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

লিওনেল মেসি (বার্সেলোনা ও আর্জেন্টিনা)

১২ কোটি ৬০ লাখ ডলার

ক্রিস্তিয়ানো রোনালদো (ইউভেন্তুস ও পর্তুগাল)

১১ কোটি ৭০ লাখ ডলার

নেইমার (পিএসজি ও ব্রাজিল)

৯ কোটি ৬০ লাখ ডলার

কিলিয়ান এমবাপে (পিএসজি ও ফ্রান্স)

৪ কোটি ২০ লাখ ডলার

মোহামেদ সালাহ (লিভারপুল ও মিসর)

৩ কোটি ৭০ লাখ ডলার

পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্স)

৩ কোটি ৪০ লাখ ডলার

অঁতোয়ান গ্রিজমান (বার্সেলোনা ও ফ্রান্স)

৩ কোটি ৩০ লাখ ডলার

গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ ও ওয়েলস

২ কোটি ৯০ লাখ ডলার

রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ড)

২ কোটি ৮০ লাখ ডলার

দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পেন)

২ কোটি ৭০ লাখ ডলার