লেস্টার ছেড়ে চেলসিতে চিলওয়েল

লেস্টার সিটি থেকে লেফট-ব্যাক বেন চিলওয়েলকে দলে টেনেছে চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2020, 10:02 AM
Updated : 27 August 2020, 10:02 AM

২৩ বছর বয়সী এই ইংলিশ ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। তবে তার ট্রান্সফার ফির বিষয়ে কিছু বলা হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চিলওয়েলকে পেতে সাড়ে চার কোটি পাউন্ড গুনতে হয়েছে চেলসিকে।

এই গ্রীষ্মে তৃতীয় ফুটবলার হিসেবে চেলসিতে যোগ দিলেন চিলওয়েল। এর আগে আয়াক্স থেকে ২৭ বছর বয়সী মিডফিল্ডার হাকিম জিয়াশ এবং লাইপজিগ থেকে স্ট্রাইকার টিমো ভের্নারকে দলে ভেড়ায় দলটি।

লেস্টারের একাডেমিতে বেড়ে ওঠা চিলওয়েলের মূল দলে অভিষেক হয় ২০১৫ সালে, ১৮ বছর বয়সে। দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৪ পর্যন্ত।

পায়ের পাতায় চোট পেয়ে ২০১৯-২০ মৌসুমের শেষ পাঁচ ম্যাচে দলের বাইরে ছিলেন জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলা চিলওয়েল। 

প্রিমিয়ার লিগের গত আসরে চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে চেলসি।