হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী মার্চে

এশিয়ান হকি ফেডারেশন ২০২১ সালের মার্চে বাংলাদেশে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 01:48 PM
Updated : 20 August 2020, 01:48 PM

এএইচএফ তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার জানায়, আগামী বছর ১১ মার্চে প্রতিযোগিতার ষষ্ঠ আসর শুরু হয়ে শেষ হবে ১৯ মার্চ।

আগে থেকেই এই আসরের আয়োজক ছিল বাংলাদেশ। আগামী নভেম্বরে প্রতিযোগিতাটি মাওলানা জাতীয় হকি স্টেডিয়ামে শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়া হয়।

গত জুনে হওয়ার কথা ছিল এএইচএফ অনূর্ধ্ব-২১ ওয়ার্ল্ড কোয়ালিফাইং। স্থগিত থাকা এ প্রতিযোগিতাও আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

“অনূর্ধ্ব-২১ এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি-এই দুটি প্রতিযোগিতা সামনে রেখে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। যেহেতু দুটি টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। এএইচএফের কাছ থেকে এখনও নির্দেশনা আসেনি এই করোনা পরিস্থিতিতে কিভাবে সবকিছু করতে হবে। তারাও নির্দেশনা দিবে। তবে আমরা যেহেতু আয়োজক, সেহেতু নিজেদের মতো করে কাজ শুরু করে দিয়েছি।”

“আগামী মাসের শুরুর দিকে আমাদের মিটিং আছে। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্যাম্প শুরু এবং অনূর্ধ্ব-২১ ওয়ার্ল্ড কোয়ালিফাইংয়ের জন্য দিনক্ষণ ঠিক করার বিষয়টি আলোচনা হবে। আমরা এটি জানুয়ারির শুরুর দিকে আয়োজন করতে চাই বলে এএইচএফ’কে জানাব।”