প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার ডে ব্রুইনে

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2020, 10:26 AM
Updated : 16 August 2020, 10:26 AM

ইংল্যান্ডের শীর্ষ লিগের বর্ষসেরা ফুটবলার হিসেবে রোববার বেলজিয়ামের এই তারকার নাম ঘোষণা করা হয়।

লিভারপুলের কাছে দল শিরোপা হারালেও ব্যক্তিগত পারফরম্যান্সে ডে ব্রুইনে ছিলেন উজ্জ্বল। এক আসরে সর্বোচ্চ ২০ অ্যাসিস্ট করে বসেন আগে থেকেই রেকর্ডটির মালিক থিয়েরি অঁরির পাশে। ২০০২-০৩ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন সাবেক ফরাসি তারকা অঁরি। পাশাপাশি ১৩টি গোলও করেন ২৯ বছর বয়সী ডে ব্রুইনে।

গত ৯ আসরে তৃতীয় বেলজিয়ান হিসেবে পুরস্কারটি জিতলেন ডে ব্রুইনে। এর আগে এই পুরস্কার জিতেছিলেন ভিনসেন্ট কোম্পানি ও এদেন আজার।

বর্ষসেরার দৌড়ে ডে ব্রুইনে পেছনে ফেলেন লিভারপুলের তিন খেলোয়াড় জর্ডান হেন্ডারসন, সাদিও মানে ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, সাউথ্যাম্পটনের ড্যানি ইঙ্গস, বার্নলির গোলরক্ষক নিক পোপ ও গোল্ডেন বুটজয়ী লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডিকে।

আগের দিন বর্ষসেরা কোচ হিসেবে লিভারপুলের ইয়ুর্গেন ক্লপের নাম ঘোষণা করা হয়।

২০১৯-২০ আসরের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন দলের ইংলিশ ডিফেন্ডার অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।