করোনাভাইরাস: আক্রান্ত আতলেতিকোর কোররেয়া-ভারসালিকো

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দল আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড আনহেল কোররেয়া ও ডিফেন্ডার সিমে ভারসালিকো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2020, 10:03 AM
Updated : 10 August 2020, 03:18 PM

মাদ্রিদের ক্লাবটির পক্ষ থেকে রোববার দুই জনের আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিল। সোমবার তাদের নাম প্রকাশ করেছে দলটি। আক্রান্ত দুজনের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। দুজনই বাসায় সেলফ আইসোলেশনে আছেন।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ম্যাচ সামনে রেখে শনিবার আতলেতিকোর সব খেলোয়াড় ও স্টাফের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছিল। তাতে দুজনের পজিটিভ ফল আসে।

বাকিদের রোববার আবার পরীক্ষা করানো হয়। সেখানে সবার ফল নেগেটিভ এসেছে বলে বিবৃতিতে জানিয়েছে আতলেতিকো। সোমবার দিনের শেষ দিকে অনুশীলন করে পরদিন লিসবনের উদ্দেশ্যে রওনা দেবে দিয়েগো সিমেওনের দল।

কোভিড-১৯ মহামারীর কঠিন পরিস্থিতিতে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ভাগ রূপ নিয়েছে ‘মিনি টুর্নামেন্ট।’ যেখানে কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনাল হবে এক লেগে। আর এই ধাপের সব ম্যাচ হবে পর্তুগালের লিসবনে।

আগামী বৃহস্পতিবার শেষ আটে জার্মান ক্লাব লাইপজিগের মুখোমুখি হবে আতলেতিকো।