বার্সার বিপক্ষে ইতিহাস গড়তে প্রত্যয়ী নাপোলি

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে যাওয়ার হাতছানি নাপোলির সামনে। বার্সেলোনার মাঠে কাজটা যদিও ভীষণ কঠিন হবে তাদের জন্য। তবে আশাবাদী ইতালিয়ান দলটির কোচ জেন্নারো গাত্তুসো। শোনালেন, বার্সেলোনাকে পেছনে ফেলে ইতিহাস গড়ার প্রত্যয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2020, 09:46 AM
Updated : 8 August 2020, 09:46 AM

শেষ ষোলোর ফিরতি লেগে কাম্প নউয়ে শনিবার বার্সেলোনার মুখোমুখি হবে নাপোলি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্র করেছিল তারা। মূল্যবান একটি অ্যাওয়ে গোল থাকায় কিছুটা এগিয়ে আছে কিকে সেতিয়েনের দল।

কাম্প নউ রীতিমতো দুর্গ বার্সেলোনার জন্য। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে গত সাত বছরে হারেনি তারা; অপরাজিত টানা ৩৫ ম্যাচে, ৩১ জয় ও চার ড্র। দলটির সামনে টানা ত্রয়োদশবারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠার হাতছানি।

শেষ আটে যেতে তাই প্রায় অসম্ভব এক কাজ করতে হবে নাপোলিকে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে গাত্তুসো জানালেন, ইউরোপ সেরার মঞ্চে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে তার দল।

“আমাদের ইতিহাসের নতুন অধ্যায় লিখতে চাই। আমরা ফুটবলের বড় মঞ্চে খেলব এবং নিজেদের সেটির যোগ্য প্রমাণ করতে চাই। আমরা জানি, বার্সেলোনার সঙ্গে লড়াই করতে হলে আমাদের ঝুঁকি নিতে হবে।”

লক্ষ্য পূরণে অকার্যকর করে রাখতে হবে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিকে। কাজটা কতটা কঠিন, তা ভালো করেই জানেন খেলোয়াড়ি জীবনে এসি মিলানের হয়ে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা গাত্তুসো।

“মেসিকে কেবল স্বপ্নে অথবা আমার ছেলের প্লে-স্টেশনে আটকাতে পারি। আমরা বার্সেলোনার মুখোমুখি হতে প্রস্তুত। আমাদের খেলার নিজস্ব ধরন আছে। তবে তাদের মেসি নামে একজন খেলোয়াড় আছে, যে দশ জন খেলোয়াড়কে পেছনে ফেলতে পারে।”