করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ

করোনাভাইরাস এবার হানা দিল জাতীয় ফুটবল দলে। নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এই প্রথম জাতীয় দলের কোনো খেলোয়াড় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 10:53 AM
Updated : 5 August 2020, 10:56 AM

করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজেই নিশ্চিত করেছেন বিশ্বনাথ।

“গত ৩ অগাস্টে টেস্ট করিয়েছিলাম। গতকাল রাতে রিপোর্ট এসেছে পজিটিভ। শরীর স্বাভাবিক আছে। খারাপ বোধ করছি না। ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।”

“ক্যাম্পে আপাতত যোগ দিতে পারছি না। কোচ জেমি ডের সঙ্গে কথা হয়েছে। তিনিও বলেছেন বিশ্রামে থাকতে। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী চলছে। সেরে ওঠার পর আশা করি ক্যাম্পে যোগ দিব।”

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলা আগামী অক্টোবরে শুরু হবে। এ উপলক্ষে আগামী শুক্রবার গাজীপুরে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।

প্রাথমিক দলে থাকা ৩৬ জন খেলোয়াড়কে তিন ধাপে ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বুধবার যে ১২ জনের যোগ দেওয়ার কথা ছিল, তাদের মধ্যে ছিলেন বিশ্বনাথও।