এমবাপের জন্য ব্যথিত আতালান্তা কোচ

চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে কিলিয়ান এমবাপের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পিএসজির অন্যতম সেরা তারকা খেলতে না পারলে প্রতিপক্ষের জন্য সুবিধাই হওয়ার কথা। তবে বিষয়টিকে এভাবে দেখছেন না আতালান্তা কোচ জান পিয়েরো গাসপেরিনি। ফরাসি ফরোয়ার্ডের চোটের খবরে বরং খারাপই লাগছে এই ইতালিয়ানের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2020, 01:44 PM
Updated : 25 July 2020, 01:44 PM

প্যারিসের স্তাদে দি ফ্রান্সে শুক্রবার নেইমারের একমাত্র গোলে সাঁত এতিয়েনকে ১-০ ব্যবধানে হারিয়ে ফরাসি কাপের শিরোপা জেতে পিএসজি। ম্যাচের ২৭তম মিনিটে ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপে। চোখে জল নিয়ে মাঠ ছাড়া এই তরুণ ম্যাচের শেষ দিকে দুই ক্রাচে ভর দিয়ে আসেন।

একই দিন সেরি আয় এসি মিলানের সঙ্গে ১-১ ড্রয়ের পর স্কাই স্পোর্ত ইতলিয়াকে দেওয়া প্রতিক্রিয়ায় এমবাপের চোট নিয়ে কথা বলেন গাসপেরিনি।

'তার জন্য আমি ব্যথিত। (চোটের কথা) আমি জানতাম না। এমবাপে খুব ভালো মানুষ। আশা করি, এটা গুরুতর কিছু নয়।”

“অন্যের দুর্ভাগ্যের সুযোগে আমরা জিততে চাই না। বরং এমন মানের খেলোয়াড়দের বিপক্ষে জয় পেলে সেটি আরও বিশেষ কিছু হবে।”

আগামী ১২ অগাস্ট লিসবনে ইউরোপ সেরার প্রতিযোগিতায় মুখোমুখি হবে পিএসজি ও আতালান্তা।