থামবে না লিভারপুল: ক্লপ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2020 05:39 PM BdST Updated: 23 Jul 2020 05:39 PM BdST
৩০ বছরের অপেক্ষার অবসানের পরই বিশ্রাম নিতে থমকে যাবে না লিভারপুল। কিছু কাজ এখনও বাকি আছে বলে মনে করছেন ইয়ুর্গেন ক্লপ। সাত ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগের শিরোপা জেতা দলটির উন্নতির সুযোগ দেখছেন জার্মান এই কোচ।
অ্যানফিল্ডে বুধবার রাতে ট্রফি হাতে পায় লিভারপুল। করোনাভাইরাস পরিস্থিতির জন্য মাঠে ছিলেন না সমর্থকরা। ঘরের মাঠে আসরের শেষ ম্যাচে চেলসির বিপক্ষে ৫-৩ গোলে জেতে ক্লপের দল।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে লিভারপুল। এবার এলো প্রিমিয়ার লিগ শিরোপা। ক্লপ ভালো করেই জানেন ব্যবধান কমাতে মরিয়া থাকবে অন্য ক্লাবগুলো। চেলসি ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে লিভারপুল কোচ দলের ভবিষ্যৎ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান।
“আমরা ইংল্যান্ড, ইউরোপ আর সারা বিশ্বের চ্যাম্পিয়ন। আমি জানি, এটা শুনতে কেমন লাগছে, তবে এটাই সত্যি। সত্যি বলতে, এটা অবিশ্বাস্য।”
“আমরা থেমে যাব না। অবশ্যই থামব না। আমাদের চ্যালেঞ্জ আছে এবং সেটা নিজেদের ভেতরে। অবশ্যই আমরা উন্নতি করতে পারি। প্রতিটি খেলোয়াড় উন্নতি করতে পারে।”
“আমাদের পরবর্তী ধাপে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আমাদের ভালো খেলতেই হবে, কারণ অন্যরা ঘুমিয়ে থাকবে না। কোনো কিছুর নিশ্চয়তা নেই, তবে আমরা চেষ্টা করব।”
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’