চোটে মৌসুম শেষ লিভারপুল অধিনায়কের

হাঁটুর চোটে ছিটকে গেলেন জর্ডান হেন্ডারসন। ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি চার ম্যাচে খেলতে পারবেন না লিভারপুল অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 01:46 PM
Updated : 10 July 2020, 01:46 PM

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে গত বুধবার ৩-১ গোলে জেতা ম্যাচে দলের হয়ে গোল করেছিলেন হেন্ডারসন। ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার।

প্রিমিয়ার লিগের আগামী মৌসুমের শুরুতে ফিট হেন্ডারসনকে পাওয়ার আশা করছেন ক্লপ। লিভারপুল অধিনায়কের অস্ত্রোপচার করানোর প্রয়োজন পড়বে না।

“এটা ভালো হয়নি, তবে এখন এটাই (অস্ত্রোপচারের প্রয়োজন নেই) আমাদের জন্য সেরা পাওয়া।”

গত মাসে হেন্ডারসনের নেতৃত্বে প্রিমিয়ার লিগের ৩০ বছরের অধরা শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। এই মৌসুমে দলটির হয়ে ৩০ ম্যাচ খেলেছেন তিনি।