পিছিয়ে গেল আফ্রিকা কাপ অব নেশন্সও

করোনাভাইরাসের প্রভাবে এবার এক বছর পিছিয়ে গেল আফ্রিকা কাপ অব নেশন্স। নতুন সূচিতে টুর্নামেন্টটি হবে ২০২২ সালের জানুয়ারিতে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2020, 04:08 PM
Updated : 30 June 2020, 04:08 PM

ভিডিও কনফারেন্সে হওয়া নির্বাহী কমিটির বৈঠক শেষে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায় আফ্রিকা অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

কোভিড-১৯ মহামারীর কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক ফুটবল বন্ধ থাকায় বাছাইপর্বের ম্যাচ খেলার সময় কমে গেছে, যে কারণে পিছিয়ে দেওয়া হলো টুর্নামেন্টের মূল পর্ব।

আগের সূচি অনুযায়ী, আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা ছিল আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি। 

একই কারণে এর আগে এক বছর করে পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো ২০২০ ও এ বছরের কোপা আমেরিকা। পিছিয়ে গেছে দক্ষিণ এশিয়া অঞ্চলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপও।