করোনাভাইরাস: ১২৪ পদ শূন্য হচ্ছে ইংলিশ ফুটবলে

কোভিড-১৯ মহামারীর প্রভাবে হওয়া আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। এই প্রক্রিয়ায় সংস্থাটির মোট ১২৪টি পদ শূন্য হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 02:14 PM
Updated : 29 June 2020, 02:14 PM

ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সোমবার এক বিবৃতিতে এ কথা জানায়।

করোনাভাইরাস পরিস্থিতিতে তিন মাসের বেশি সময় ইংল্যান্ডে ফুটবল বন্ধ থাকায় অ্যাসোসিয়েশনের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তাই সংস্থাটি সম্ভাব্য ৩০ কোটি পাউন্ড ক্ষতি সামলে ওঠার পরিকল্পনা করছে।

করোনাভাইরাসের প্রভাব শুরু হওয়ার আগেই সংস্থাটির ৪২টি পদ শূন্য ছিল। এখন আরও ৮২ পদ খালি করা হচ্ছে।