করোনাভাইরাসে আক্রান্ত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ

আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস বিলার্দো কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2020, 09:14 AM
Updated : 27 June 2020, 09:14 AM

৮২ বছর বয়সী বিলার্দোর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র শুক্রবার রয়টার্সকে খবরটি জানায়। তবে তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং তিনি ভালো আছেন বলে জানা গেছে।

বিলার্দোর সুস্থতা কামনা করে টুইট করেছে তার সাবেক ক্লাব এস্তুদিয়ান্তেস। দলটির সাবেক খেলোয়াড় ও কোচ বিলার্দো ২০১৮ সাল থেকে বুয়েনস আইরেসের একটি নার্সিংহোমে আছেন।

দিয়েগো মারাদোনাদের ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের কোচ বিলার্দো আর্জেন্টিনার দায়িত্বে ছিলেন পরের বিশ্বকাপেও, যেখানে ফাইনালে তখনকার পশ্চিম জার্মানির কাছে হেরে যায় তার দল।

১৯৬৮ থেকে ১৯৭০ পর্যন্ত এস্তুদিয়ান্তেসের খেলোয়াড় হিসেবে তিনি জেতেন তিনটি কোপা লিবের্তাদোরেস শিরোপা।

আর্জেন্টিনায় এখন পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি মানুষ।