লিভারপুলকে রুখে দিল এভারটন

স্বপ্নের চূড়া ছোঁয়ার দুয়ারে দাঁড়িয়ে হোঁচট খেল লিভারপুল। নতুন রূপে শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে এভারটনের মাঠে পয়েন্ট হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2020, 08:03 PM
Updated : 21 June 2020, 08:33 PM

গুডিসন পার্কে রোববারের মার্সিসাইড ডার্বিটি গোলশূন্য ড্র হয়েছে। আসরে দারুণ ছন্দে ছুটে চলা লিভারপুলের এটি দ্বিতীয় ড্র।

৩০ ম্যাচে ২৭ জয় ও দুই ড্রয়ে ‘অল রেড’ নামে পরিচিত দলটির পয়েন্ট ৮৩। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬০। অবশ্য এক ম্যাচ কম খেলেছে তারা।

এরপরও অবশ্য শিরোপা থেকে খুব থেকে দূরে নয় ক্লপের শিষ্যরা। সোমবার ঘরের মাঠে বার্নলির বিপক্ষে পেপ গুয়ার্দিওলার দল সিটি পয়েন্ট হারালে নিজেদের পরের ম্যাচেই শিরোপা ঘরে তুলতে পারবে লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে তিন দশক লিগ শিরোপার অপেক্ষায় থাকা দলটি।

ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও এভারটনের জমাট রক্ষণ ভেঙে গোলমুখে মাত্র তিনটি শট রাখতে পারে মানে-ফিরমিনোরা।

দশম মিনিটে তাকুমি মিনামিনোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট লক্ষ্যে থাকেনি। ৩০তম মিনিটে ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের কর্নারে জোয়েল মাতিপের হেডও খুঁজে পায়নি ঠিকানা। দুই মিনিট পর এভারটনের রিশার্লিসনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি এভারটনের।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আর্নল্ডের ক্রসে ভার্জিল ফন ডাইকের হেডও লিভারপুলকে এনে দিতে পারেনি কাঙিক্ষত গোল। যোগ করা সময়ে ফাবিয়ানোর প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ক্লপের দল।

দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে চেলসি। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলকে ক্রিস্টিয়ান পুলিসিচ সমতায় ফেরানোর পর জয়সূচক গোল এনে দেন ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদ।

৩০ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তিনে আছে লেস্টার সিটি।

সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে অ্যাস্টন ভিলা।