পুসকাসকে ছাড়িয়ে গেলেন বেনজেমা

ভালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাসের সর্বোচ্চ গোল করাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন করিম বেনজেমা। ফরাসি এই স্ট্রাইকার ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2020, 08:29 AM
Updated : 19 June 2020, 08:29 AM

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে লা লিগায় রিয়ালের ৩-০ ব্যবধানের জেতা ম্যাচে ৬১ ও ৮৬তম মিনিটে গোল দুটি করেন বেনজেমা।

মাদ্রিদের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলে ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের গোল হলো ২৪৩টি। ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে ২৪২ গোল করেছিলেন সাবেক হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড পুসকাস।

পুসকাস অবশ্য গোলগুলো করেছিলেন মাত্র ২৬২ ম্যাচে। তাকে ছাড়াতে বেনজেমার লাগল প্রায় দিগুণ ম্যাচ, ৫০৩টি।

৪৫০ গোল নিয়ে সবার ওপরে আছেন ২০১৮ সালে রিয়াল ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়া ক্রিস্তিয়ানো রোনালদো। পরের তিনটি স্থানে যথাক্রমে রাউল গনসালেস (৩২৩), আলফ্রেদো দি স্তেফানো (৩০৮) ও সান্তিয়ানা (২৯০)।