‘কাতার বিশ্বকাপে সবার ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে’

কাতার বিশ্বকাপের এখনও ঢের বাকি। এরই মাঝে কাজ যতটুকু এগিয়েছে, তাতে সন্তুষ্ট কাফু। টুর্নামেন্টের শুভেচ্ছাদূত ও ব্রাজিলের দুবারের বিশ্বকাপ জয়ী ফুটবলারের মতে, খেলোয়াড়-কোচ-সমর্থক সবার জন্য অন্যরকম অভিজ্ঞতা অপেক্ষা করছে ২০২২ সালের আসরে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 11:50 AM
Updated : 11 June 2020, 11:50 AM

সম্প্রতি কাতার বিশ্বকাপের ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি সুপ্রিম কমিটির অংশ ‘জোসোর ইনস্টিটিউট’ আয়োজিত একটি অনলাইন কোর্সে নিজের অভিজ্ঞতার কথা শোনান কাফু।

“আজ আমার যা কিছু আছে, এর দুয়ার খুলে দিয়েছিল আমার পেশাদার ক্যারিয়ার, এজন্য আমি কৃতজ্ঞ। অবশ্যই বিশ্বকাপের অভিজ্ঞতা পুরোপুরি ভিন্ন, যা আজ আমি পর্দার পেছন থেকে করছি।”

“বিশ্বকাপ আয়োজনের অংশ হওয়া নিঃসন্দেহে অসাধারণ এক অভিজ্ঞতা। কাতারে বিশ্বকাপের ব্যতিক্রমী অভিজ্ঞতা নিয়ে সবার জন্য দারুণ সময় অপেক্ষা করছে। আমি সত্যিই এই অভিজ্ঞতা উপভোগ করছি।”