ম্যাচ খেলতে বাধা নেই সুয়ারেসের

চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার অনুমতির অপেক্ষায় ছিলেন লুইস সুয়ারেস। অস্ত্রোপচারের ১৪৭ দিন পর অবশেষে খেলার ছাড়পত্র পেলেন বার্সেলোনা স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 01:43 PM
Updated : 6 June 2020, 01:43 PM

করোনাভাইরাসের প্রভাবে প্রায় তিন মাস পর আগামী বৃহস্পতিবার মাঠে ফিরছে লা লিগা। বার্সেলোনার ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ মায়োর্কা। ম্যাচটিতে খেলতে বাধা নেই সুয়ারেসের, শনিবার এক বিবৃতিতে জানায় ক্লাব কর্তৃপক্ষ।

গত ১২ জানুয়ারি উরুগুয়ের এই তারকার ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। সবশেষ তিনি খেলেছেন জানুয়ারির শুরুর দিকে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে।

মূলত কোভিড-১৯ মহামারীর কারণে মৌসুম স্থগিত হওয়ায় আবারও মাঠে ফেরার সুযোগ পেয়েছেন চলতি মৌসুমে ১৪ গোল করা ও ১০টি করানো এই ফরোয়ার্ড।

লা লিগায় বাকি আছে ১১ রাউন্ডের খেলা। রিয়ালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।