করোনাভাইরাসের বিরুদ্ধে একাট্টা রিয়াল-আতলেতিকো

কোভিড-১৯ মহামারীতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মাদ্রিদের পরিবারগুলোর সহায়তার জন্য তহবিল গঠনের ঘোষণা দিয়েছে শহরটির দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 12:47 PM
Updated : 5 June 2020, 01:22 PM

ক্লাব দুটির ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও বার্তায় প্রতিবেশীদের সহায়তার জন্য ‘মাদ্রিদ ফর মাদ্রিদ’ ক্যাম্পেইন চালুর ঘোষণা দেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস।

সামর্থ্য অনুযায়ী প্রত্যেককে এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ইউরোপে কোভিড-১৯ মহামারীতে সবচেয়ে বাজেভাবে আক্রান্ত দেশগুলোর একটি হলো স্পেন। দেশটিতে মারা গেছে ২৭ হাজারের বেশি মানুষ, এর মধ্যে ৮ হাজার মাদ্রিদের।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর লকডাউনের মধ্য দিয়ে যাওয়া স্পেনে দ্রুত বাড়ছে বেকারের সংখ্যা। বেকার ভাতা পেতে গত মাসে দেশটিতে নিবন্ধিত হয়েছে রেকর্ড ৫২ লাখ মানুষ।