ভেরনারকে দলে টানার ‘চেষ্টায়’ চেলসি

বুন্ডেসলিগার ক্লাব লাইপজিগের সেরা স্ট্রাইকার টিমো ভেরনারকে দলে ভেড়ানোর জোর চেষ্টা করছে চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 07:02 AM
Updated : 5 June 2020, 07:02 AM

জার্মান স্ট্রাইকারকে পেতে তার বর্তমান ক্লাবের সঙ্গে চেলসি সমঝোতায় পৌঁছেছে বলে স্কাই স্পোর্টস জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, লাইপজিগের সঙ্গে চুক্তিতে তার রিলিজ ক্লজ আছে সাড়ে পাঁচ কোটি ইউরো, যার মেয়াদ আগামী ১৫ জুন শেষ হবে।

প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি নাকি ২৪ বছর বয়সী ভেরনারকে প্রতি সপ্তাহে দুই লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত বুন্ডেসলিগায় দ্বিতীয় সর্বোচ্চ ২৫ গোল করা এই স্ট্রাইকারের সঙ্গে লিভারপুলের যোগাযোগ ছিল। তবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা এখন আর তাকে দলে টানতে আগ্রহী নয় বলে জানতে পেরেছে বিবিসি।

শেষ পর্যন্ত তাই হলে, জার্মানি জাতীয় দলের হয়ে ২৯ ম্যাচ খেলে ১১ গোল করা ভেরনার আগামী মৌসুমের জন্য চেলসির দ্বিতীয় নতুন খেলোয়াড় হবেন। গত ফেব্রুয়ারিতে মরক্কোর ফরোয়ার্ড হাকিম জিয়াশকে দলে টানতে তার বর্তমান ক্লাব আয়াক্সের সঙ্গে চুক্তিতে পৌঁছায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।