স্পেনের ৯০ শতাংশ রেফারি রিয়ালের সমর্থক, বাকিরা বার্সার!

সাবেক স্প্যানিশ রেফারি এদুয়ার্দো ইতুরালদে গনসালেসের দাবি, স্পেনের ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক। বাকি ১০ শতাংশ বার্সেলোনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 05:41 PM
Updated : 22 May 2020, 05:41 PM

২০১২ সালে অবসরের আগে লা লিগায় প্রায় ৩০০ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন ইতুরালদে। বৃহস্পতিবার স্পেনের কাদেনা সের রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, কত শতাংশ রেফারি রিয়াল অথবা বার্সেলোনার সমর্থক। নিজের অভিজ্ঞতা থেকে তিনি দেন জবাব।

“প্রায় ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক, ১০ শতাংশ বার্সেলোনার। বার্সেলোনার সমর্থকরা পছন্দ করুক বা না করুক, কাতালুনিয়া ছাড়া স্পেনের ৭০ শতাংশ মানুষ রিয়াল মাদ্রিদের সমর্থক।”

পেপ গুয়ার্দিওলা ও লিওনেল মেসির কল্যাণে স্পেনে বার্সেলোনার সমর্থক এখন বেড়েছে বলে মনে করেন ইতুরালদে।

“এখন বার্সেলোনার অনেক সমর্থক আছে। তরুণ প্রজন্মরা পেপ গুয়ার্দিওলার অধীনে বার্সেলোনাকে শিরোপা জিততে দেখেছে। কিন্তু লিওনেল মেসি যুগের আগে স্পেনের কত শতাংশ মানুষ রিয়াল মাদ্রিদকে সমর্থন করত? ৭০ শতাংশ?”

ইতুরালদে নিজে অবশ্য রিয়াল কিংবা বার্সেলোনা; কোনো দলেরই সমর্থক নন।

“ব্যক্তিগতভাবে, আমি অন্যদের বিষয়ে চিন্তা করি না। আমি আথলেতিক বিলবাওয়ের সমর্থক। সবাই জানে আমি আথলেতিক। তবে নিরপেক্ষ হতে আমি তাদের বিরুদ্ধে যাব।”