‘দর্শকশূন্য মাঠে মানসিকতাই সাফল্যের চাবিকাঠি’

দর্শকশূন্য স্টেডিয়ামে হুট করেই মনোযোগ হারাতে পারেন একজন খেলোয়াড়। দল হয়ে যেতে পারে ছন্দহীন। মুহূর্তের অমনোযোগে হাত থেকে ছুটে যেতে পারে ম্যাচ। মাঠে পুরোটা সময় জয়ের মানসিকতা ধরে রাখতে পরস্পরকে অনুপ্রেরণা যোগানোর তাগিদ দিলেন বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 04:53 PM
Updated : 22 May 2020, 04:53 PM

কোভিড-১৯ মহামারীর কারণে দুই মাসেরও বেশি সময় পর অনেক নিয়মের ঘেরাটোপে গত শনিবার মাঠে ফেরে জার্মান বুন্ডেসলিগা। স্বাস্থ্য সূরক্ষা মেনে দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে খেলা।
 
নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলবে বায়ার্ন। টানা অষ্টম লিগ শিরোপা জয়ের পথে চার পয়েন্টে এগিয়ে দলটি। ম্যাচের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শুক্রবার খেলোয়াড়দের মানসিক দিক নিয়ে কথা বলেন ফ্লিক।
 
“যা পার্থক্য গড়ে দেয় তা হলো মানসিকতা। মাঠে মানসম্পন্ন খেলোয়াড় থাকাটা অবশ্যই একটা সুবিধা তবে বর্তমান পরিস্থিতিটা খুব সহজ নয়।”
 
“ওই মানসিকতা মাঠে নিয়ে আসা গুরুত্বপূর্ণ। খালি স্টেডিয়ামের জন্য অনুপ্রেরণার যে জায়গাটা খালি হয়ে গেছে তা পূরণ করতে দল নিজেদের উদ্বুদ্ধ করাটা গুরুত্বপূর্ণ।”
 
লিগ মাঠে ফেরার পর নিজেদের প্রথম ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে হারায় বায়ার্ন।