‘লিগ শুরুর আগে ৪ সপ্তাহের অনুশীলন প্রয়োজন’

দীর্ঘ বিরতির পর তাড়াহুড়ো করে খেলায় ফিরলে খেলোয়াড়দের চোটে পড়ার জোরালো শঙ্কা থাকবে। তাই ফুটবল ফেরানোর আগে লম্বা সময়ের অনুশীলনের প্রয়োজনীয়তা দেখছেন ইতালিয়ান ফুটবলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দামিয়ানো তোম্মাসি। জানিয়েছেন, পুনরায় সেরি আ মৌসুম শুরুর আগে অন্তত চার সপ্তাহ অনুশীলনের সময় চান তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2020, 12:00 PM
Updated : 20 May 2020, 12:00 PM

ইতালিয়ান টিভি চ্যানেল আরএআইকে গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অভিমত জানান তোম্মাসি।

“চোট এড়াতে অন্তত চার সপ্তাহের অনুশীলন প্রয়োজন, যদিও অনেকে ছয় সপ্তাহের কথা বলছে।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ৯ মার্চ থেকে স্থগিত আছে সেরি আ লিগ। অন্তত ১৪ জুন পর্যন্ত প্রতিযোগিতাটি স্থগিত থাকবে বলে গত সোমবার জানায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন।