‘বার্সেলোনাই শিরোপার দাবিদার’

করোনাভাইরাসের কারণে লা লিগার মৌসুম শেষ করা না গেলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত বলে মনে করেন ইভান রাকিতিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 04:18 PM
Updated : 20 April 2020, 04:18 PM

গত মাসে স্থগিত হয়ে যাওয়া স্পেনের শীর্ষ লিগে ২৭ রাউন্ড শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে ২ পয়েন্টে। মৌসুমের শুরু থেকে তারা যা খেলেছে এবং লিগ টেবিলের শীর্ষে থাকতে যে কষ্ট করেছে, তার মূল্যায়ন করা উচিত বলে মনে করেন রাকিতিচ।

মুভিস্টার প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন ক্রোয়াট তারকা।

“আমরা সবাই আবারও খেলতে চাই এবং খেলেই শিরোপা জিততে চাই। তবে আমি এটাও বুঝি, যদি আমরা মাঠে ফিরতে না পারি, তারপরও মৌসুম শেষ করতে হবে। তাই যদি আমরা শীর্ষে থাকি, তাহলে আমাদেরই চ্যাম্পিয়ন করা উচিত।”