স্বাস্থ্যকর্মীদের প্রতি মেসির কৃতজ্ঞতা

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারির সৈনিক স্বাস্থ্যকর্মীরা। নিজেদের জীবন ঝুঁকিতে রেখে লড়ছেন আক্রান্তদের বাঁচাতে। তাদের প্রতি তাই কৃতজ্ঞতার শেষ নেই সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2020, 02:45 PM
Updated : 13 April 2020, 03:39 PM

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার বিকাল পর্যন্ত বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় এক লাখ ১৫ হাজার লোকের। স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা চেষ্টা করে যাচ্ছেন আক্রান্তদের জীবন বাঁচাতে। তাদের প্রতি শ্রদ্ধা জানালেন মেসি।

বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে চিকিৎসকের হাতে নেওয়া এক শিশুর ছবি পোস্ট করে লেখেন, “গতকাল ‘বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ’ শেষ হয়েছে। স্বাস্থ্যকর্মীরা যে কাজ করে যাচ্ছে, এর জন্য ইউনিসেফের সঙ্গে একত্রে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।”

“কোভিড-১৯ থেকে আমাদের নিরাপদ রাখার জন্য দিন ও রাত নিজের পরিবার থেকে দূরে আছেন, সেসব অজ্ঞাতনামা নায়কদেরও (কৃতজ্ঞতা)। এত সবকিছুর পরও প্রসূতি মহিলা, শিশু ও কিশোরদের সেবা ও নিরাপত্তা দিয়ে তারা তাদের মহৎ অঙ্গীকার রেখে যাচ্ছেন।”