করোনাভাইরাসে আক্রান্ত লিভারপুল কিংবদন্তি ডালগ্লিশ

লিভারপুলের সাবেক ফুটবলার ও কোচ কেনি ডালগ্লিশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2020, 08:38 AM
Updated : 11 April 2020, 08:38 AM

পুরোনো একটি রোগের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক নিতে গত বুধবার হাসপাতালে ভর্তি হন ৬৯ বছর বয়সী ডালগ্লিশ। সেখানে রুটিন পরীক্ষার অংশ হিসেবে তার করোনাভাইরাস পরীক্ষাও করা হয়। পরে সাবেক স্কটিশ এই ফরোয়ার্ডের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

ডালগ্লিশের পরিবারের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, কোভিড-১৯ পজিটিভ হলেও তার শরীরে কোনো লক্ষণ দেখা যায়নি।

ডালগ্লিশ ১৯৭৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার আগে সেল্টিকের হয়ে চারবার জেতেন স্কটিশ লিগ। লিভারপুলের খেলোয়াড় ও কোচ হিসেবে নয়বার ইংলিশ লিগ ও তিনবার জেতেন ইউরোপিয়ান কাপ। ব্ল্যাকবার্ন রোভার্সের কোচ হিসেবেও ১৯৯৫ সালে জেতেন প্রিমিয়ার লিগ শিরোপা।