করোনাভাইরাস: সাবেক ইতালিয়ান অ্যাথলেটের মৃত্যু

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেলেন দোনাতো সাবিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক ইতালিয়ান দৌড়বিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 09:05 AM
Updated : 9 April 2020, 09:05 AM

ইতালিয়ান অলিম্পিক কমিটি বুধবার এক বিবৃতিতে সাবিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

অলিম্পিকে ৮০০ মিটার ইভেন্টের দুইবারের ফাইনালিস্ট সাবিয়া বেশ কিছুদিন ধরে দক্ষিণ ইতালিয়ান অঞ্চলের বাসিলিকাতার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইতালিয়ান অ্যাথলেটিকস ফেডারেশন। কিছুদিন আগে সাবিয়ার বাবাও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানায় তারা।

সাবিয়া ১৯৮৪ সালে ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে সোনা জেতেন। ওই বছরই তিনি লস অ্যাঞ্জেলস অলিম্পিকে একই ইভেন্টে হন পঞ্চম। চার বছর পর সিউল অলিম্পিকে হন সপ্তম।