'৩ অগাস্টের মধ্যে শেষ করতে হবে চ্যাম্পিয়ন্স লিগ' 

মৌসুম শেষ করতে কতদূর অপেক্ষা করবে উয়েফা? একটা সম্ভাব্য সময় জানা গেল ইউরোপের ফুটবল প্রধান আলেকসান্দের চেফেরিনের কথায়। উয়েফার দুই ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ আগামী ৩ অগাস্টের মধ্য শেষ করতে হবে জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 07:36 AM
Updated : 5 April 2020, 07:38 AM

জার্মানির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মৌসুম শেষ করার সময়সীমা নিয়ে বলেন চেফেরিন।

"চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ পুনরায় শুরু করার জন্য আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে। এটা হতে পারে মে, জুন, জুলাই... আবার খেলা নাও হতে পারে। সেই বিকল্পও আলোচনায় আছে।"

"একটা গ্রুপ এটা নিয়ে কাজ করছে, তবে এটা কর্তৃপক্ষের খেলতে দেওয়ার ওপরও নির্ভর করছে। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ, সবই আগামী ৩ অগাস্টের মধ্যে অবশ্যই শেষ করতে হবে।"

টুর্নামেন্ট শেষ করতে বর্তমান নিয়মে পরিবর্তন আসতে পারে বলেও জানান চেফেরিন। হতে পারে এক লেগের খেলা। শেষ চার অথবা শেষ আটের খেলা হতে পারে একটা শহরে।

"অনেকগুলো বিকল্প আছে। এটা ব্যতিক্রমী একটা পরিস্থিতি। আমাদের সবাইকে তাই সহনশীল হতে হবে।"