করোনাভাইরাস: নেইমারের ১০ লাখ ডলার অনুদান

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 10:52 AM
Updated : 4 April 2020, 10:52 AM

ব্রাজিলের টিভি নেটওয়ার্ক ‘এসবিটি’ নেইমারের অনুদানের বিষয়টি প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দুই জায়গায় ভাগ করে অনুদানটি দিচ্ছেন তিনি। একটি অংশ যাবে শিশুদের নিয়ে কাজ করা ইউনিসেফে ও আরেকটি টেলিভিশন উপস্থাপক ও তার বন্ধু লুচিয়ানো হুকের ত্রাণ তহবিলে।

নেইমার নিজের অনুদানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। তার ম্যানেজমেন্ট দল সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, “আমরা কখনও অনুদান কিংবা পরিমাণ নিয়ে কথা বলি না।”

পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপেকে অনুসরণ করতে চেয়েছিলেন নেইমার।

গত মাসে ফরাসি এই ফরোয়ার্ড ফ্রান্সের ত্রাণ তহবিলে বড় অঙ্কের অনুদান দিলেও তা প্রকাশ করেননি।

কভিড-১৯ রোগ ছড়িয়ে পড়েছে ব্রাজিলে। আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি, প্রাণ হারিয়েছে ৩৬৫ জন।