করোনাভাইরাস: ব্রাজিলে সুবিধাবঞ্চিতদের পাশে নেইমার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে বিশ্বের জনজীবন। এর বড় আঘাত পড়েছে সুবিধাবঞ্চিতদের ওপর। নিজের দেশের এমন মানুষদের সাহায্যার্থে চালু হওয়া ক্যাম্পেইনের সমর্থনে এগিয়ে এসেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 01:05 PM
Updated : 29 March 2020, 01:05 PM

দেশটির টিভি ব্যক্তিত্ব লুসিয়ানো হুকের নেতৃত্বে শুরু হওয়া এই ক্যাম্পেইনকে সমর্থন দিয়েছেন সার্ফিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন গাব্রিয়েল মেদিনা ও ব্রাজিলের আরও অনেক তারকা।

সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে ব্রাজিলের মানুষদের সরাসরি অথবা বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে এই ক্যাম্পেইনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নেইমার বলেন, “পারস্পরিক সংহতি নিশ্চিতভাবে ভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রামক। সঙ্কটময় এই সময়ে কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যা অনেক বেশি কার্যকর।”

মেদিনাও একই বার্তা দিয়েছেন, “সবসময়ের চেয়ে এখন খুব বেশি দরকার অন্যদের সাহায্যে এগিয়ে আসার।”

ব্রাজিলের সরকার বৃহস্পতিবার দেশের কম আয়ের শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের মাসিক ১২০ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে মোট চার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১১৪ জন।