অনির্দিষ্টকালের জন্য বন্ধ লিগ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মার্চের মাঝামাঝি বাংলাদেশ প্রিমিয়ার লিগ সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছিল ফুটবল ফেডারেশন (বাফুফে)। কতদিন স্থগিত থাকবে সে বিষয়ে তখনও অবশ্য কিছু জানায়নি সংস্থাটি। পেশাদার লিগ কমিটি এবার অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত জানাল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 12:49 PM
Updated : 24 March 2020, 03:43 PM

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে বাংলাদেশেও। বাংলাদেশে আরও ছয়জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; আরও একজনের মৃত্যুর তথ্য মঙ্গলবার নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।

উদ্ভূত পরিস্থিতিতে বাফুফের পেশাদার লিগ কমিটি মঙ্গলবার জরুরি সভায় বসে। এরপর বাফুফে বিজ্ঞপ্তি দিয়ে অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিতের সিদ্ধান্ত জানায়।

বিবৃতিতে বলা হয়, কভিড-১৯ এর কারণে চলমান ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯-২০’ সহ প্রফেশনাল ফুটবল লিগ কমিটির আওতাধীন সকল খেলাসমূহ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত থাকবে। পরিস্থিতি ও পরিবেশ স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।