করোনাভাইরাস: সেরে উঠেছেন আর্সেনাল কোচ আর্তেতা

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মিকেল আর্তেতা পুরোপুরি সেরে উঠেছেন। স্প্যানিশ একটি টেলিভিশন চ্যানেলকে নিজেই এই তথ্য দিয়েছেন আর্সেনাল কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 09:02 AM
Updated : 24 March 2020, 09:02 AM

২০১৯ সালের ডিসেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির দায়িত্ব নেওয়া ৩৭ বছর বয়সী আর্তেতার করোনাভাইরাস ধরা পড়ে গত ১২ মার্চ। এরপর তাকে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হয়।

ফেব্রুয়ারিতে অলিম্পিয়াকোসের বিপক্ষে ইউরোপা লিগে খেলে আর্সেনাল। পরে গত ১০ মার্চ গ্রিক দলটির মালিক ইভাঞ্জেলস মেরিনাকিসের শরীরে ভাইরাস ধরা পড়ে। এর দুই দিন পরই শারীরিকভাবে খারাপ অনুভব করায় পরীক্ষা করান আর্তেতা, তারও ধরা পড়ে করোনাভাইরাস।

“এখন আমি অনেক সুস্থ। মনে হচ্ছে, আমি পুরোপুরি সেরে উঠেছি।”

১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশন শেষে আর্সেনালের মঙ্গলবার অনুশীলনে ফেরার কথা ছিল। কিন্তু আপাতত তা স্থগিত করেছে ক্লাবটি।

“বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের ফিরে আসতে বলাটা অনুচিত এবং দায়িত্বজ্ঞানহীন হবে। তাই আমাদের পুরুষ মূল দল, নারী ও একাডেমি খেলোয়াড়রা সবাই বাসাই থাকবে। ঘরে থাকুন ও জীবন বাঁচান।”