করোনাভাইরাস: তহবিল সংগ্রহে নেমেছেন ইব্রাহিমোভিচ

করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহে নেমেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে সতীর্থদেরও বলেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 04:36 PM
Updated : 18 March 2020, 04:38 PM

সুইডিশ এই তারকা স্ট্রাইকার এসি মিলানের হয়ে খেলেন ইতালির শীর্ষ লিগে। চীনের পর এই দেশটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সবচেয়ে বাজেভাবে।

সম্ভবত দুইবার ৫০ হাজার ইউরো করে অনুদান দিয়েছেন ইব্রাহিমোভিচ। ইনস্টাগ্রাম পোস্টে অন্যদেরও বলেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

“এই ভাইরাসকে হারাতে আমি সহকর্মী, সব পেশাদার অ্যাথলেট এবং যারা ছোট বা বড় আকারে সাধ্যমত সাহায্য করতে চান তাদের উদারতার উপর নির্ভর করছি…চলুন সবাই মিলে করোনাভাইরাসকে তাড়িয়ে দিই এবং এই ম্যাচটা জিতি।”

তার আহ্বানে সাড়াও মিলছে দারুণ। এক ঘণ্টার মধ্যে লাখ ইউরো ছাড়িয়েছে তহবিল।

বিশাল পোস্টে শেষ লাইনে ৩৮ বছর বয়সী এই তারকা লিখেছেন, “মনে রেখ, ভাইরাস যদি জ্লাতানের কাছে না যায় তবে জ্লাতান ভাইরাসের কাছে যাবে।”