অভিষেকেই সেরা ফের্নান্দেস

ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক মাসটা স্মরণীয় হয়ে রইল ব্রুনো ফের্নান্দেসের। চেলসির ডিফেন্ডার মার্কোস আলোনসো ও আর্সেনালের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে হারিয়ে লিগে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পর্তুগিজ এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2020, 02:18 PM
Updated : 16 March 2020, 03:20 PM

গত জানুয়ারির দলবদলে স্পোর্তিং লিসবন থেকে ২৫ বছর বয়সী ফের্নান্দেসকে পাঁচ বছরের চুক্তিতে দলে টানে ম্যানচেস্টার ইউনাইটেড। সমর্থকদের ভোটে গত মাসের দলের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

গত মাসে ওল্ড ট্র্যাফোর্ডের দলে অভিষেকের পর পাঁচ ম্যাচে দুই গোল করার পাশাপাশি তিনটিতে সহায়তা করেছেন ফের্নান্দেস।

ফের্নান্দেসের দারুণ পারফরম্যান্স ইউনাইটেডের সাম্প্রতিক পথচলায় বেশ প্রভাব ফেলেছে। এসময় কোনো ম্যাচে হারেনি তারা; তিন জয়ের দুটি শীর্ষ চারে থাকা চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

আর তা আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার স্বপ্ন দেখাচ্ছে উলে গুনার সুলশারের দলকে। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চারে থাকা চেলসির চেয়ে ৩ পয়েন্ট পিছনে রয়েছে ইউনাইটেড।

করোনাভাইরাসের কারণে অবশ্য মৌসুম শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগসহ সব ধরনের ফুটবল নিষিদ্ধ করেছে ইংল্যান্ড।