করোনাভাইরাস: রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ম্যাচ স্থগিত

করোনাভাইরাসের জন্য চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় লেগের ম্যাচ স্থগিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজক উয়েফা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2020, 04:32 PM
Updated : 12 March 2020, 04:58 PM

আগামী মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচটি হওয়ার কথা ছিল সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। একই দিনে ইউভেন্তুস ও লিওঁর শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচও স্থগিত হয়ে গেছে।

রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় দলটির সব অনুশীলন বাতিল করা হয়। একই সঙ্গে ক্লাবটির সব খেলোয়াড়কে কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যাচ স্থগিতের ঘোষণা দেয় লা লিগা কর্তৃপক্ষ। এবার সিটির বিপক্ষে রিয়ালের ম্যাচ স্থগিতের ঘোষণা এলো।

রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগে ২-১ গোলে জেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দল সিটি।

এদিকে গত বুধবার ইউভেন্তুসের সেন্টার-ব্যাক দানিয়েলে রুগানির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে রয়েছে পুরো ইউভেন্তুস দল।