আর্জেন্টিনা দলে মাক আলিস্তের, নেই দি মারিয়া-ইকার্দি

একুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড আলেক্সিস মাক আলিস্তের। তবে এবারও লিওনেল স্কালোনির দলে জায়গা হয়নি পিএসজির দুই তারকা ফুটবলার আনহেল দি মারিয়া ও মাউরো ইকার্দির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2020, 07:29 AM
Updated : 11 March 2020, 08:30 AM

আক্রমণভাগের ত্রয়ী লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো ও পাওলো দিবালা অনুমিতভাবেই আছেন মঙ্গলবার ঘোষিত ২৩ সদস্যের দলে।

ইংলিশ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে খেলা আলিস্তের গত বছর জাতীয় দলের জার্সিতে খেলেছেন দুই ম্যাচ। তবে চিলি ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ভালো করতে না পারায় দল থেকে বাদ পড়েন। ২১ বছর বয়সি ফরোয়ার্ড ফিরলেন আবার।

আগামী ২৬ মার্চ নিজেদের মাঠে লা বোম্বোনেরায় একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে আর্জেন্টিনা। এরপর ৩১ মার্চ বলিভিয়ার মাঠে খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইউরোপে খেলা ফুটবলারদের নাম আপাতত ঘোষণা করেছেন স্কালোনি। পরে লাতিন আমেরিকায় খেলা ফুটবলারদের নিয়ে পূর্ণ করবেন দল।

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড পাওয়ায় একুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে খেলা হবে না মেসির।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: হুয়ান মুসো (উদিনেজে)

ডিফেন্ডার: নেহুয়েন পেরেস (ফামালিকাও), রেনসো সারাভিয়া (ইন্তারনাসিওনাল), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লিওনার্দো বেলার্দি (বরুসিয়া ডর্টমুন্ড),

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), রদ্রিগো দে পল (উদিনেজে), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), এসেকিয়েল পালাসিও (বায়ার লেভারকুজেন)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা, সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গনসালেস (স্টুর্টগার্ট) লুকাস আলারিও (বায়ার লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (ইউভেন্তুস), লুকাস ওকামপোস (সেভিয়া), আলেক্সিস মাক আলিস্তের (ব্রাইটন)