করোনাভাইরাস নিয়ে সতর্ক জিদান

সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে সতর্ক জিনেদিন জিদান। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ওয়াকিবহালদের দেওয়া নির্দেশনা মানার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 09:55 AM
Updated : 8 March 2020, 09:55 AM

গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাস দেখা দেয়। এরইমধ্যে এই ভাইরাস বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণহানিও হয়েছে অনেক। জিদান তাই সতর্কতা মেনে চলার তাগিদ দিচ্ছেন।

“অনেকেই আমাদের কি করতে হবে সেটা বলছেন এবং যারা বিষয়টি জানেন, তাদের পরামর্শের প্রতি আমরা আস্থা রাখতে চাই। করোনাভাইরাস নিয়ে আমি এতটুকুই বলতে পারি।”

“যে নির্দেশনাগুলা আসছে, সেগুলো আপনিও আপনার বাচ্চাকে দিতে পারেন। যেমন কীভাবে হাত ধুতে হয়। এটা হতাশার এবং অস্বীকারের উপায় নেই।”

“দুর্ভাগ্যজনকভাবে এ মুহূর্তে আমাদের চারপাশে এই ভাইরাস রয়েছে। মানুষ এটা নিয়ে ভীত। আমি জানি না ঠিক কি হচ্ছে এবং এ কারণেই ডাক্তার বা যারা এটি সম্পর্কে জানেন তাদের কাছ থেকে তথ্য পাওয়া গুরুত্বপূর্ণ।”