রিয়ালকে চাপে রাখার আনন্দ বার্সেলোনার

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে লা লিগার শিরোপা লড়াই জমে উঠেছে। পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে দুদলের দ্বৈরথের উত্তাপ। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে চাপে ফেলার কথা আভাসে বুঝিয়ে দিলেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 09:03 AM
Updated : 8 March 2020, 09:03 AM

নিজেদের মাঠ কাম্প নউয়ে শনিবার রাতে লিওনেল মেসির পেনাল্টি গোলে সোসিয়েদাদকে ১-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরে সেতিয়েনের দল।
 
এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনার পেছনে রয়েছে রিয়াল। রোববার রিয়াল বেতিসের মাঠে ম্যাচ আছে জিনেদিন জিদানের দলের। জিতলে লা লিগার শিরোপাধারীদের পেছনে ফেলে শীর্ষে ফিরবে তারা।
 
সোসিয়েদাদের বিপক্ষে কঠিন ম্যাচে কষ্টের জয় পাওয়ার পর বার্সেলোনা কোচও তাই অনুভব করছেন প্রতিপক্ষ রিয়ালকে চাপে খেলার আনন্দ।
 
“আমরা জটিল একটা ম্যাচ অতিক্রম করেছি। এখন রিয়ালকে অবশ্যই তাদের আগামীকালের (রোববার) ম্যাচ জিততে হবে।”
 
টানা ছয় ম্যাচ জিতে আসা সোসিয়েদাদের বিপক্ষে শিষ্যদের লড়াকু মানসিকতার প্রশংসাও করেছেন সেতিয়েন।
 
“বিষয়টা আমি এভাবে দেখি…আমরা ভালো খেলেছি এবং মানসিকভাবে শক্তিশালী ছিলাম। ছেলেদের এই দিকটা আমাকে আকৃষ্ট করে।”
 
“কিছু সময় ছাড়া আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছিলাম। আমরা কঠিন সময়ের মধ্যে ছিলাম কিন্তু প্রতিপক্ষের জন্য বিপজ্জনক মুহূর্ত তৈরি করেছিলাম।”