বিশ্বকাপ বাছাইয়ের দলে ফিরেছেন নেইমার, নেই আলিসন

চোটের জন্য প্রথম পছন্দের গোলরক্ষক আলিসনকে ছাড়াই বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচের দল দিয়েছে ব্রাজিল। দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। নতুন মুখ লিঁও মিডফিল্ডার ব্রুনো গিমারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 06:20 PM
Updated : 6 March 2020, 06:30 PM

বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই রাউন্ডের ম্যাচের জন্য শুক্রবার ২৪ সদস্যের দল ঘোষণা করেন কোচ তিতে।

ইনজুরির কারণে  গত নভেম্বরে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দলে বাইরে ছিলেন নেইমার। দারুণ ছন্দে থাকা পিএসজির এই ফরোয়ার্ড অনুমিতভাবেই ফিরেছেন দলে।

চোটের কারণে ঠাঁই মেলেনি লিভারপুলের তারকা গোলরক্ষক আলিসনের। তার জায়গায় খেলবেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এদেরসন।

 ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের সদস্য গিমারেস এরই মধ্যে নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন। দেশের ক্লাব আতলেতিকো পারানাইন্সের হয়ে জেতেন ২০১৮ কোপা সুদামেরিকানা ও ২০১৯ কোপা দো ব্রাজিল। গত ফেব্রুয়ারি অলিম্পিক বাছাইয়ের লাতিন অঞ্চলের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ২২ বছর বয়সীর প্রশংসা করেন তিতে।

 “আতলেতিকো পারানাইন্সের হয়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে গত বছর দুর্দান্ত সময় কাটিয়েছিল ব্রুনো গিমারেস। অনূর্ধ্ব-২৩ ও লিওঁর হয়ে খেলে সে তার সক্ষমতা আরও বাড়িয়ে নিচ্ছে।”

আগামী ২৮ মার্চ বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় নিজেদের প্রথম ম্যাচে নিজেদেরই মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। চার দিন পর সকাল সোয়া আটটায় পেরুর রাজধানী লিমায় স্বাগতিকদের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল ‘সেলেসাও’ নামে পরিচিত দলটি।

ব্রাজিল দল:

গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারতন (পালমেইরাস), ইভান (পন্ত প্রিয়েতা)

ডিফেন্ডার: চিয়াগো সিলভা (পিএসজি), মার্কিনিয়োস (পিএসজি),  এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফিলিপে আগুস্ত (আতলেতিকো মাদ্রিদ), দানি আলভেস (সাও পাওলো), দানিলো (ইউভেন্তুস), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস)।

মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), এভেরতন রিবেইরো (ফ্লামিঙ্গো), ব্রুনো গিমারেস (লিওঁ)।

ফরোয়ার্ড: ফিলিপে কৌতিনিয়ো (বায়ার্ন মিউনিখ), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিশার্লিসন (এভারটন), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামিঙ্গো), নেইমার (পিএসজি), এভেরতন (গ্রেমিও), ব্রুনো এইহিক (ফ্লামিঙ্গো)।